কবি –ইলা ইয়াছমিন এর কবিতা // নির্ঘুম চোখ
নির্ঘুম চোখ দুটো
কত কথা বলে,
বেদনার নীল জলে
আঁখি ছলছলে।।
ঘুম নেই চোখ তুই
চেয়ে আছিস কেন বল?
তোর কুটিরে করছে আবার
কষ্টরা টল-মল!
চারদিকে অন্যায়
অবিচার চিৎকার,
ভেসে আসে কানে হায়
জয় জয় মিথ্যার।।
আহা, কষ্ট কিসের!
এই তো খেলা
জীবন বাসের
মিছে মেলা।।
কষ্টগুলো অচিন পুরে
চোখের ভেলায় দে ভাসিয়ে,
বিষের বীণায় মজিসনারে
এরা করছে খেলা মন ভাঙিয়ে।।
কিসের ভাবনায় চোখ ভাসে তোর
একলা কেন দায়?
ডুববে সবাই কর্মফলে
চোখ বুজবি এবার আয়।।
অসাধারণ…