কবি –মাহফুজা জামান এর কবিতা // ক্ষমা চেয়ে নাও
অগোছালো ভাবনা গুলো বুকের ভেতর বন্দি
জীবনের সাথে কষ্ট গুছিয়ে নেওয়ার সন্ধি।
শপথ নিয়ে এলোমেলো মন ভেঙে দিতে পারো
একের পর এক মিথ্যা ধান্দা বাজি ছাড়ো।
ভাবছো হয়তো মিথ্যা বলায় কি আর ক্ষতি হবে
এই মিথ্যা হাজার মিথ্যে জন্ম দিবে তবে।
মিথ্যা বলা মহাপাপ এই ভয়ও কি জাগে না মনে
মিথ্যা বলে কত ধন বাড়াবে পরের ধনে?
হক ঠকিয়ে পারেনি তো কেউ ধরে রাখতে মান
তাহার জন্য লেখা থাকে হাজার অপমান!
যদি সময় থাকতে ভুল গুলো শুধরে নিতে চাও
ঠকাইছো দিনের পর দিন তার কাছে যাও।
ঠকিয়েছো যাকে সে পারে শুধু ক্ষমা করে দিতে
দায়িত্ব তোমার কাছেই বর্তায় চেয়ে নিতে।