কবি –এম.এ.মান্নান.মান্না এর কবিতা // যদি বলি
যদি বলি তুমি আমার জিবন চলার প্রথম প্রেরনা।
যদি বলি তুমি আমার হৃদয়ের
বিশাল অনুপ্রেরনা।
যদি বলি তুমি আমার জিবন ও মরন
আছো তুমি প্রতিটি ক্ষন।
যদি বলি তুমি আমার শান্তি সুখের আশা।
তোমায় নিয়ে গড়বো চির সুখের বাসা।
যদি বলি তুমি আমার বুকের মাঝে
থাকো সারাক্ষন।
ভালোবেসে তোমায় আমি রাখবো এ বুকে
না হয় হারাবো জিবন।
তারিখ-০৭.০২.২০১৯ ইং