কেউ মনে রাখে না,
রাখে না কেউ কারো খোঁজ।
চলে শুধু স্বার্থের কারবার,
প্রতিযোগিতা আকাশ ছোঁয়া লালসার,
বন্ধুত্ব, সুহৃদে হয়না উদরের ভোজ,
স্বর্গীয় সম্পর্কে তাই মন ভরে না;
কেউ মনে রাখে না।
একদা বেঁচে ছিল আশা, ভালোবাসা,
বেঁচে ছিল বিশ্বাস আর ভরসা,
বিশুদ্ধ সুনির্মল প্রেম ছিল যে যুগে;
মোহ মায়া কাম স্বার্থ,
তারপর লালসা আর অর্থ;
সব কিছুকে পাঠিয়ে দিয়েছে ভোগে।
কেউ মনে রাখেনা।
গোধূলির রক্তিম আভায়
কপত কপতিদের শোভায়
মুখরিত ছিল তমাল বন সেকালে-
তমাল বন এখনো আছে,
সেথা তরুণ তরুণীরাও বসে,
শুধু সেই স্বপ্নগুলো রুপান্তরিত হয়েছে কঙ্কালে।
কেউ মনে রাখেনা।
স্বার্থ বড়ই আজব মোহ
ফুরালে থাকেনা আপন কেহ
নীতিকথা পড়ে থাকে কাব্য গল্পের গ্রন্থে-
ব্যস্ততায় কাটে সময় ক্ষণ,
রক্ত-মাংসের বুকে নেই কারো মন;
স্বার্থ লালসা মিশেছে মানুষের রন্ধ্রে।
তাই এতো বিদ্বেষ, এতো হানাহানি,
নিশ্চুপে কাঁদে মানবতার বাণী;
চলছে জগৎ এমনি রোজ,
ভালোবাসতে আর কেউ পারেনা,
কেউ মনে রাখেনা।
রাখেনা কেউ কারো খোঁজ।।