1. admin@mannanpresstv.com : admin :
এমন শিক্ষক চাইনা মাগো - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

এমন শিক্ষক চাইনা মাগো

মোর্শেদা চৌধুরী এ্যানি
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১১২ Time View
মোর্শেদা চৌধুরী এ্যানি
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষকের
মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গী উদার প্রকৃতির নয়,
আমি এমন শিক্ষক চাইনা মাগো যে শিক্ষকের
অন্তরের গহীনে বিরাজ করে হিংসা, নিন্দা, ভয়!
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষক তাঁর
অধঃনস্তদের মূল্যায়ন করতে দ্বিধা বোধ করে,
আমি এমন শিক্ষক চাইনা মাগো যে শিক্ষক
বিনা কারণে ছাত্রছাত্রীদের উপর প্রহার করে!
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষক
তাঁর কলীগদের সন্তানকে ভালো চোখে দেখেনা,
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষক
ছাত্রছাত্রীদের সাথে আন্তরিকতা দেখায়না।
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষক
অসহায়-গরীব শিক্ষার্থী বলে তিরস্কার করে,
আমি এমন শিক্ষক চাইনা মাগো যে শিক্ষক
শিক্ষাপোকরন মজুদ রাখে ব্যবহার না করে।
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষক
কোনো প্রতিযোগিতায় ভূষিত করেনা পুরষ্কারে,
আমি এমন শিক্ষক চাই না মাগো যে শিক্ষক
কথায় কথায় চোখ রাঙ্গিয়ে শুধু ধমক মারে!
আমি এমন শিক্ষক চাই না মাগো; যে শিক্ষকের-
নিকট প্রাইভেট না পড়লে পরীক্ষায় দেন কম নম্বর,
আমি এমন শিক্ষক চাইনা মাগো যে শিক্ষক ক্লাসে-
ঠিকভাবে না পড়িয়ে সুযোগ দেন করতে নকল।
আমি এমন শিক্ষক চাই না মাগো; যে শিক্ষক
যাঁরা মনে প্রাণে ছাত্রছাত্রীদের আপন করে নেয়না,
আমি এমন শিক্ষক চাই না মাগো যে শিক্ষক
ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দিতে জানেনা।
আমি এমন শিক্ষক চাইনা মাগো; যে শিক্ষকের
নজর পরে সুন্দরী ছাত্রছাত্রীদের শরীরের উপর,
আমি এমন শিক্ষক চাইনা মাগো যে শিক্ষক
ছাত্রীদের দেখেনা তেমন মা-বোন-মেয়ের মতন।
**********************************
(প্রকৃত রচনাকাল- ০৫-১০-২২)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD