কখনো কখনো মনে পড়ে যায়, ম্লান হয়ে যাওয়া
তৃষিত মনের অবাঞ্ছিত কিছু কথা।
কখনো বা অধীর অপেক্ষার পর
যতটুকু প্রেম পাওয়া যায় তাও হেরে যায়
অযাচিত কল্পনায়, মনের আদলে।
যদিও একটু ছুঁয়ে দেখার বাসনা
কেবলই মনে জাগে ক্ষণে ক্ষণে;
তথাপি বিবেকের কাছে হেরে যাওয়া
ধর্ষিত মন একবার হলেও ফিরে ফিরে চায়,
অমন স্নিগ্ধ কোমল অবয়বে।
আমি হারিয়ে ফেলি অসম্ভব রকমের
ভালোবাসার মানুষগুলো;
যাদের কোমল মনে নেই এতটুকু
বিশ্বাস বিবেকের আচ্ছাদণ।
আছে শুধু কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গির অভিসার।
তাই আর ভালোবাসা বাসির পরাগ মাখি না এখন আর।