কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ছয়টায় পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে নজরুল গবেষক মু,নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনকের উপস্থাপনা ও পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন তো মহানায়ক কবি শিহাব রিফাত আলম , বীর মুক্তিযোদ্ধা কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল, ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ, কবি আসাদ কাজল, কবি আউয়াল খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমএ বাদল, কবি বাপ্পি সাহা, কবি জাহানারা জানি,
কবি সুবর্ণা দাস, কবি রওশনারা, কবি ইকবাল হোসেন, কবি রুবেল আহমেদ, মানবতা কর্মী ফরহাদ হোসেন, কথাকর্মী পান্না বড়ুয়া, মানবতা কর্মী নাজমুল হাসান মিলন, মানবতা কর্মী আব্দুর রাজ্জাক,
ডাক্তার মোঃ নুরুল আমিন তামিজীর উপর বক্তব্য রাখেন। তাকে নিয়ে একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে একটি স্মৃতি সংসদ এবং ডাক্তার নুরুল আমিন তামিজি পাঠাগার প্রতিষ্ঠা করা হবে।