নারী কীসে আটকায়? নারী তো আটকায় না
আসলেই তো নারী বন্দীশালায় আটকায় না
কারণ নারী হল মুক্ত বিহঙ্গ, নারী স্বাধীন
বিজয় লক্ষ্মী নারীর সাথে হয়না কারো তুলনা।
নারীর জীবন ধাপে ধাপে পরিবর্তন হতে থাকে
নারী চিত্র-বৈচিত্রায়ণে হয়ে উঠে সেরা
নারী কখনো মা,কখনো কন্যা, কারো অর্ধাঙ্গীনি
স্রষ্টাতত্ত্ব সম্পর্কে জড়ায়,নারীর জীবনধারা।
নারী আদর্শিক, ত্যাগী, সংগ্রামী অপরুপ রূপে মায়াবতী
চিরচেনা পীড়নে নারী গুণে ভরা
নারী সম্পর্কের সম্মানে নিজেকে জড়ায় ভালোবাসার মায়ায়
আত্মপ্রীতির বন্ধনে আটকায় নারীর প্রাণভ্রমরা।
নারী নদীর মত,প্রবাহিত স্রোতে বয় অনবরত
রূপ, রস, মধুতে থাকে সুনির্মল
নারী জ্ঞানে গুণে সুষমা,সম্যক শান্তিতে রমনী
শত পাপ-তাপ বেদনায় করে কল্যাণ।
নারী প্রেম বিলাসী , নারী মিলনে মহামানবের সৃষ্টি
নারী নই নগন্য জগৎ সম্ভারে
নারী যত্নের পাগল ভালোবাসার সংসারে ত্যাগের মহীয়ান
অর্থ,লোভ, দাসত্বে নারী আটকায় নারে।
নারী ফুটন্ত ফুল,পবিত্র বাগিচায় সৌরভ ছড়ায়
নর্দমায় জর্জরিত অবহেলিত পরগাছা নয়
নারী প্রতি জনমের সম্যব্যথী,আবার দুর্ভাগ্যের সারথী
নারী সম্পর্কের বাজারে লেনদেন নই।
নারী ভালোবাসার পূজারী,শত রূপে সহিষ্ণুতার প্রদর্শন
প্রেম,বিষাদে জীবন গড়ার জয়গান
নারী আটকায় বিরহে মিলনে জগতের নিখাদ সম্পর্কে
নারী হয় সুপুরুষের প্রিয় প্রাণ।
নারী সুশীল সম্পর্কের উৎস, কামনায় হয়না বিভৎস
নারী বিশ্বাসের দুনিয়ায় সৃজনশীলতার প্রতিমূর্তি
নারী নিপীড়ন নির্যাতনে অবলা প্রেমের নীরব নিস্তবদ্ধতা
বন্দীদশা অন্যায়ের শেকলে করেনা স্ফূর্তি।
নারী নক্ষত্রের আলো, পূর্ণিমার জোৎস্না ভরা রাত
নারী সম্মানে শ্রদ্ধায় মায়াজালে আটকায়
নারী মানবী,জননী,স্বর্ণদ্বীপ সাম্রাজ্যের স্বপ্নের অপ্সরী
নারী ছাড়া জগৎ শূন্য ইতিহাস শেখায়।