মিষ্টি কন্ঠ সৌন্দর্য টাকা পয়সা
কিংবা দামি বাড়ি গাড়ি “
সবকিছুই মূল্যহীন যদি না মিলে
দু’টো শুদ্ধ মনের জুড়ি।
সবকিছুতেই পূর্ণতা পেতে হবে
তার নাম ভালোবাসা নয়”
প্রিয় মানুষকে ভালবেসে আঁকড়ে ধরলে
তবেই আসল ভালোবাসা হয়।
কিছু নারীরা মৌমাছির মত হয় “
মধু সংগ্রহ শেষ হলে দূরে চলে যায়।
আবার কিছু মেয়েরা কঙ্ক (কাক) এর মতো “
একজনকেই ভালবাসবে বেদনা আসুক যতো।
ভালোবাসা হলো এক প্রকার আসক্তি,ভক্তি,
শ্রদ্ধা,স্নেহো, যার কখনো হয় না শেষ”
তবুও কিছু কিছু লোভী,মৌমাছি স্বভাবীদের জন্য
ভালোবেসে পোহাতে হয় বেদনার লেশ।