তোমাকে দেখেছি এই ভরা পূর্ণিমায়
যে ছবি দুলে ছিল জল জ্যোস্নায়।
আকাশের বুক চিরে জোছনার মায়া মেখে
করেছি দুজনে পণ দু’টি হাতে হাত রেখে।
হয়েগেল দু’জনার আজ প্রেম আলিঙ্গন
তুমি সেই প্রিয়তমা আমার, যেথা সঁপেছি প্রাণ মন।
মেঘেদের ভাঁজে ভাঁজে রঙধনুর রঙে
আবির মাখিয়েছি তোমার সোনা অঙ্গে।
সোনা মেয়ে সোনা মুখ সোনা ঝরে রুপে
অশুভকে তাড়া করি কালো ধোঁয়া ধুপে।
কালো মেঘ কালো চোখ দীঘল কালো কেশে
তোমায় দেখেছি প্রিয়া শিশিরের দূর্বাঘাসে।
তোমায় দেখেছি আমি প্রফুল্ল প্রসূনে
গান গেয়ে শুনিয়েছি ভ্রোমরের গুঞ্জনে।
স্নিগ্ধ পরশে হয়েছি সুবাসিত উচ্ছ্বাস
দুজনাতে বয়েছিল শ্রাবণের জলোচ্ছ্বাস।
অন্তহীন সুখে মেলেছিলাম ডানা
ওগো প্রিয়তমা, প্রেম আমার, কতযে আপনা।
তুমি আমি চির সাথী হেঁটে চলি নিরবধি
একই বৃত্তে আবদ্ধ দুজন এক স্বপ্ন সারথি।
দুজনাতে মন দেয়া নেয়া পূর্ণতা দুজনার চাওয়া
চাওয়া গুলো অনুভবে হল আজ পাওয়া।
জীবনের পথ ধরে চলি, চলতে চলতে হই হারা
বয়ে চলে আজ প্রশান্তির ঝর্ণা ধারা।