তোমাকে ভালোবেসেছি বলেই তোমার ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি…
অন্ধ বিশ্বাসে আজো ভাবি, হয়তো তুমি কোন বিচ্ছিন্ন দ্বীপে হারিয়ে গেছ…
ভুলে গেছ আমার ঠিকানা।
নিশ্চয় তোমার বুকের ভেতরও নীল ঢেউ উঠে আমারই মতো…
কষ্টের হাহাকার নিয়ে বেদনার দুঃস্বপ্ন পোড়াচ্ছে তোমাকেও।
কোন এক চাঁদনী রাতে জলের ভেতর ঠিক আমার মুখটা দেখে নেবে…
তখন তড়িঘড়ি করে ফেরার পথ খুঁজবে জানি।
আমি অপেক্ষায় আছি সেই সোনালি দিনের…
যা সাথে করে নিয়ে গেছ তা আবার ফিরিয়ে দেবে বলে।
আর একবার যদি তোমাকে পেয়ে যাই…
হাতের মুঠোয় নেবো পৃথিবী
খোলা আকাশের নিচে গড়বো সন্ন্যাসী প্রেমের প্রাসাদ
তুমি সম্রাট আমি সম্রাজ্ঞী।
ফিরে এসো প্রিয়তম
বুঝে নাও তোমার আমাকে
কোন হিসেব চাইবো না
শুধু বিশ্বাসের আলিঙ্গনটুকু দিও।
২২.০৮.২০২৩
রাত:-১২:২১
কুমিল্লা।