তৌহিদুল ইসলাম কনক
আমি চাঁদেরকণায় আলো হয়ে জেগে আছি, তারারা রাত হলে জলতে থাকে,
আমি দেখি। অবাক হই এতো সুন্দর কেন পৃথিবী,
সাগর সমুদ্র পাহাড় পর্বত
দেখে যাই কিভাবে এলো?
কিভাবে দাঁড়িয়ে আছে?
ভাবতে ভাবতে রাত ফুরিয়ে যায়, আবার সকালে লাল টকটকে সূর্যটা পুব আকাশে জেগে ওঠে, চিন্তা করি
এত আলো কিভাবে ছড়ায়
মাথায় আমার প্রশ্ন আর প্রশ্ন। উত্তর খুঁজে পাই না,
আমি দেখতে দেখতে দেখতে আমার চুল পেকে গেল, আমার দাঁত পড়ে গেল, আমার চামড়া ঝুলে গেল আমার মনে তবুও
জেগে আছে পৃথিবীরময় ভালোবাসা। আমি ভালোবাসতে বাসতে
একদিন মৃত্তিকায় নীরব হয়ে যাব। আমি কে আমি কেন আমি চিনিনা
আমি জানিনা আমাকে।