এম এ আউয়াল মানিক
আলু বলে একাত্তরে পা দিয়েছি ভাই,
টমাটু বলে শতের নিছে
কোন কথা নাই।
পেয়াজ বলে আমার লাগাম
টানার সাহস কার?
মরিচ বলে আমায় পেতে
করতে হবে ধার।
কপি বেগুন রেগে বলে,
দেখাও কেন ভাব?
আমায় পেতেও গুনতে হবে
শত টাকা সাব।
গোস্ত বলে হাজারের নিচে
এসোনা আমার কাছে,
আশিটাকার পাঙ্গাস এখন
আড়াই শতে নাচে।
পটল কাকরল সবাই খুশি
উন্নয়নের ধারা.
দিনমুজুর কেন্দে বলে
আমরা যাচ্ছি মারা!
তোদের কথা চিন্তা করার
সময় আমাদের নাই,
উন্নয়নের জোয়ারেতে
বেশে যাচ্ছি ভাই।
লাউ কোমডা হেসে বলে
আমরাও আছি বেশ,
সবাই মিলে গড়বো এবার
স্মার্ট বাংলাদেশ ।