আলমগীর হোসেন
আজ আর নেই কিছু বলার
বলে ফেলেছি অনেক কিছু
বহুকাল ধরে গতকাল পর্যন্ত
শুধু মনে রেখো
আছি অপেক্ষায়
কখন হয়তো কিছু বলবে
থাকবো অপেক্ষায় কিছু শুনার
আগামীকাল পর্যন্ত
যাহা চলবে হয়তো
বছরের পর বছর হয়তোবা যুগ।
কিন্তু কাটবে না রেশ উম্মাদ হৃদয়ের
যতক্ষণ না শুনি বলছো কিছু
তাই না শুনা পর্যন্ত হবে অনুভূত
আছি আমি যেন স্বর্গ সুখে
যাহা বলবে
তাহা হয়তো সুমধুর হবে এই ভেবে।
তবে বলোনি এতকাল ধরে
করেছো কাজটা একদম ঠিক
বললে হয়তো পেতাম না মনে
এমন সুখের অনু্ভূতি।
তাই অপেক্ষা হলেও কষ্টকর
ভাবনার রাজ্যে যে তাহা পজেটিভ
যার জন্যে দরকার ধৈর্য প্রচুর
আর ধৈর্যের ফল হয় যদি সুমিষ্ট
তাতে অপেক্ষার কষ্ট মুছে যাবে নিমিষে।
তাই কিছু শুনার জন্যে থাকবো প্রয়োজনে
আরো অনেককাল অপেক্ষায়
তবুও চাই শুনতে যা কিছু বলবে
তা যেন হয় ভাবনার মতো সুমধুর।।