দেখেছিলেম যেদিন তোমায় মনের মাধুরী মিশিয়ে অঝোর আলোর পরশে,
থাকতে আর পারি নি সেদিন একলা চুপটি করে।
কী সুন্দর সেজেছিলে
যেন মায়াভরা সেই মুখ, ওই বদনখানিতে লুকিয়ে
আছে আমার সকল অতীতের কথা।
চুপি চুপি পায়ে হাঁটছিলাম তোমার আঁচল ধরে,
কোন শঙ্কায় উঠলে মেতে,
ফুলগুলো সব ঝরে গেল নিমিষেই চোখের পলকে।
সে ফুল তো গুজিয়ে ছিলেম তোমার কালো কেশের খোপায় নিবিড় আদর করে,
সেই ফুলগুলো শুধুই স্মৃতি, রূপ নিয়েছে হয়তো
কোনো অজানা কীটে।
মিছে কথা আর বলি না আমি, সত্যি বলছি আজ,
সেই মিথ্যার আঁচড়েই তো করেছিলে তুমি আড়ি।
সেই থেকে আর কোথাও পাইনে খুঁজে তোমায়
একলা করে কেন আমায় ছেড়ে গেলে ওগো?
তুমি নিজেই হয়ে গেলে একাকী উধাও।
আমি অনেক আগে থেকেই জানতাম, তুমি আমার কখনো হবে না আর,
তবুও এক অদৃশ্য শক্তি কাছে টানতো আর নীরবে ডেকে যেত সারাটি দিবস রজনী।
আমিও যেতাম ছুট্টে চলে সকল কাজ ফেলে,
তুমিও দেখাতে অবহেলা,
হেসেখেলে তাড়িয়ে দিতে অবজ্ঞার সাথে।
আমি তো জানতাম তুমি যে হবে অন্য কারোর প্রিয়া,
সত্য জেনে ও তোমাকেই কেন মন চাইতো?
যেদিন তোমায় দেখেছিলেম অন্য কারো সাথে,
তুমি ধরেছিলে আর হাত দু’খানি অনেক নিবিড় করে
সত্যি বলছি,
সেদিনের পর কষ্ট হয়েছে অনেক,
সেই কষ্ট কে বুঝবে বলো? তোমার মনের থেকে
আমি টা নাহয় মুছে যাক চিরতরে,
অন্যের সাথে তোমার সে প্রণয় চিরদিনের জন্য
অদেখা সত্য হয়ে থাক।