নিসর্গের শোভামানে বসি বাতায়নে বিমুগ্ধ হরষে কচি রোদ্দুরে ভরে, হিম হিম শীত সকালে
আনন্দ উথলে হৃদি হরষে মুগ্ধতা জাগালে,
নব জাগরণে, সুখ আয়োজনে হিম হিম শীত সকালে।
এতো সুন্দর মুগ্ধতা ছড়িয়ে রোদ্দুরে ভরে,
নূতন আমেজে হৃদে অতিশয় রঙে ধরে।
কচি রোদে চিকচিক করে অনুরাগে সিক্ত প্রাণে,
সুদূর পুবের কোণে সোনালি আলোয়ে সুর গানে।
নিসর্গের এতো শোভা অপরূপ রূপে সাজিয়ে গৌরবে,
চৌদিকে বিরাজমান সবখানে শোভে সুমধুর রবে।
নূতন শীতের দিন হিম হিম শীত সকালে,
কতো আনন্দ উথলে যতনে বরণে জাগালে।
চিরজ্যোতি শোভামান কিশোরী যৌবনে রাগে,
কচি রোদ্দুরে উথলে শীতের সকালে মুগ্ধ অনুরাগে।
শুভ্র হিমমাখা শীত সোনালি রোদ্দুর ঝলমলে ভরে,
কিশোরীর শোভাময়ে রাঙিয়ে মধুর বরণে উৎসবে ধরে।
চোখের পলকে দেখি বারেবারে ফিরে,
সোনালি আলোয়ে ভরে গেছে সবখানে ঘিরে ।
স্বপ্নের আঙিনা খুঁজে নিসর্গের শোভে সুমধুর সুরে,
মন বলে বাতাসের মৃদু কুয়াশার আবরণে ডুবে দূরে।
উড়ে হিম হিম শীত সকালে মধুর বরণে,
স্বপ্নভাঙা আঁকি হৃদে আলপনা এঁকে স্মরণে।
ধূলিপথ ধূলিকণা প্রিয় গল্পগুলো সে আঁধারে,
কুয়াশার আবরণে ডুবে গেছে সব ভুলে বারেবারে।
সেই শুভক্ষণে তুমি হিম হিম শীত সকালে,
বসি একা বাতায়নে নিসর্গের শোভে আশা জাগালে।