আকাঙ্ক্ষা রাশি সত্য হোক যে সত্য পূর্ণ করে অভিলাষ জীবনের জন্য,
প্রকৃতির শোভা বাড়াতে ফোঁটে পলাশ।
শব্দহীন যামিনীতে চাঁদের আলোক ছড়ালো পৃথিবীতে,
সেই মধু যামিনীতে, আনন্দরা সেজেছে যেন স্মৃতিতে।
শীতের জোছনা রজনী সে যেন ধরাতলে ভুবনমোহন,
রাতের পুষ্পরা সেই আলোতে, দেখেছে হাজার স্বপন।
যদি এমন একটা শতাব্দী হতো, থাকবে না নির্মমতা,
থাকবে নিখিল বসন্ত আলো ছায়ার সেই উজ্জ্বলতা ।
রৌদ্রতাপে দিয়ে যাবে মৃদু কাজল মেঘেরও ছায়া,
বর্ষায় পুষ্প আনন্দে, আহা কি সুন্দরও ওই মায়া।
ভেরের সূর্য রশ্মি কত সুন্দর এ উর্মিমালা সাগর,
দীপ জ্বালা সন্ধ্যায়, কোলাহলে পূর্ণ রঙিন নগর।
সূর্য কি কখনো হয় ক্লান্ত, মেঘেরা কেন তা বোঝেনা,
মেঘেরা এলে ক্ষণিক অভিমানে সূর্যটা তাই সাজেনা।
সত্য চিরদিন সত্য থাকে, মিথ্যা কেন তা জানেনা,
মিথ্যার এই বিভীষিকা সত্য বেশিদিন সহ্য করেনা।
চাঁদের উজ্জ্বল আলো, রাত্রির আকাশে যেন সুধা দান,
শীতের প্রভাতে ওই রবির রূপ,যেন পাখিরও কলতান।