শাহী সবুর
নিশি রাতে বসে আমি যার ছবি আঁকি
বুঝিনি তো অবশেষে সেই দিবে ফাঁকি।
নিরাশার বালুচরে বাঁধি খেলাঘর,
ভেবেছি আপন যারে সেই হলো পর।
বার বার অবহেলা
এইভাবে যায় বেলা
বেদনার পদাঘাতে ভাঙে যায় বুক
অনুভবে তবু আমি খুঁজে পাই সুখ।।
অনিমেষে পথ চেয়ে জেগে থাকি রাতি,
মনে ভাবি এই বুঝি কাছে এলো সাথী।
সাজানো বাসর ঘরে আমি জাগি একা
এলোনা সে সাথী ফিরে দিল না সে দেখা।
তবু তার পথ চাওয়া
যদি যায় কাছে পাওয়া
ছলনাতে বেঁধে রাখি অবলার মন
ভোলা তারে যায় নারে সাধনার ধন।
আকাশেতে চাঁদ জাগে পাশে নেই তারা
বিচলিত বেদনায় নিশি দিশাহারা
সাথী হারা চাঁদ জাগে আকাশের গায়
বিসম মিলন তবু সাগরকে চায়।
সমবেদনার সাথী
জোনাকি জ্বালায় বাতি
নিশুতি সে রাত কাঁদে চাঁদের আশায়
আশা হত চাঁদ শেষে একা ডুবে যায়।
নিয়তির পরিহাসে স্বপ্ন বিলীন
দুসহ বেদনাঘাতে এলোনা সুদিন
বিরহ বেদনা যত একা হয়ে চলি ,
জীবনের ব্যথাগুলো কার কাছে বলি?
স্বার্থের এ দুনিয়াতে
সুজন থাকে না সাথে,
নিয়তিকে মেনে নিয়ে তবু পথ চলি,
বিরহ বেদনা নিয়ে আমি একা জ্বলি।