সানজিদা শাহনাজ শিখা
তুমি আছ বলেই আজও
ভোর হয়, সূর্য লাল আভা ছড়িয়ে।
তুমি আছ বলেই পাখিরা গান গায়, নদী বয়ে যায়।
তুমি আছ বলেই ফুলেরা হাসে
তুমি আছ বলেই আমার আকাশে চাঁদ উঠে।
তুমি আছ বলেই আমি হাসি _
তুমি আছ বলেই আমি–
আজও কবিতা লিখি ।
তুমি আছ বলেই চোখে কাজল পড়ি, ঠোঁট রাঙাই।
তুমি আছ বলেই এই পৃথিবীটা এত সুন্দর
তুমি আছ বলেই আজও বেঁচে আছি।
রচনা কাল -১১/১১/২৩