খুব সহসাই চলে যাব,
চলে যাব না ফেরার দেশে।
সাথে নিয়ে যাব এক তুমিহীনতার অসুখ।
একটি স্বপ্নের অপমৃত্যু, একটি কুসুমের ভ্রুণ
বিকশিত হয়নি যা পাপড়িদলে,
ঝরে গেছে অলক্ষ্যে আঁধারে।
দিয়ে গেছে শুধু এক সিন্ধু অশ্রুর শোক।
আমি চলে যাব
সাথে নিয়ে যাবো কিছু মুঠোবন্দি প্রহর।
একটি উত্তপ্ত দুপুর,কিংবা জ্যোৎস্নাবিহীন এক রাত,
প্রথম স্পর্শের মত ঘোরলাগা এক ফাল্গুনি সন্ধ্যা।
নিয়ে যাব যত আছে স্মৃতির বহর,
অকারনে ঝরিয়েছিল যা শিশিরের প্রপাত।
চলে যাব সহসা
সাথে নিয়ে গুচ্ছ গুচ্ছ কবিতার অনুভব,
বিপন্ন সময়ের খোলসে বন্দি যত নিষিদ্ধ বিলাপ,
পায়নি যা লালিত্য অক্ষরের অবয়ব।
চলে যাব হঠাৎই
নিয়তির কাছে রেখে যাব শুধু –
নীলখামে গোপনে আমার না বলা যত অনুযোগ।