ঐ ঘন কালো রাতে নীরব কল তানে ,
মেঘেরা করছে খেলা বহিছে বাতাস নিবিড় আবরণে ।
চারিপাশে শুন শুন শব্দ
কালো রাতে বিজলীর মেঘের ডাক ,
ছন ছন সন সন করে আকাশের বৃষ্টির সুর
বহিছে বাতাস দুলিছে গাছ গাছালি বাঁক।
রিমঝিম বৃষ্টি কল তানে মেঘ রাজা গাইছে গান
তৈ তৈ করছে জল তরঙ্গের শব্দ ছলাৎ চলাৎ
এই মন ছুটে চলে সলিলে চলাৎ শব্দের অঙ্গে ঝরে বারি।
সাম্পান মাঝি আসে না মোর হৃদয় আঙ্গিনা
মনের উঠোন জুড়ে অম্বু ভরে কল্লোলের শব্দের
নিরবতা ভাঙে অন্তরের কুল নিকুত কালো নীর।
সূর্য যাবার কালে রোদের করুণ রশ্মি ছড়িয়ে দিয়ে
এলো প্রতিবিম্ব আলোর রশ্মি মোর আঙ্গিনা জুড়ে ।
শুনতে পেয়েছি নৌকার ছিপ ফেলার ধ্বনি
গন কালো ছায়ায় আবচ্ছা ছবি মেঘের আবরনে ডেকেছে ।
আকাশে বিজলীর ডাক ঝিরিঝিরি উদক নামছে ঝড় হয়ে
আকাশ আলোকিত করে বিদ্যুৎতের ঝলক করেছে আলো ,
ঠিক সেই ভাবেই তোমার আগমন সাদা মেঘের বেলায় চরে ।