পুরুষ
তোমায় ভীষণ ভালোবাসি
অনুরাগে যার হাতটি ধরে
সংসার জীবনে আসি।
পুরুষ
তোমায় করি অকুন্ঠ সম্মান
সুন্দর পৃথিবীর আলো বাতাস পেতে
যিনি দিয়েছো জন্মদান।
পুরুষ
তোমায় রেখেছি স্নেহ ভালোবাসায়
বাসে যারা সীট ছেড়ে দিয়ে
বসুন আন্টি বলে উঠে দাঁড়ায়।
পুরুষ
তোমায় আজ-ও ভুলিনি
বিপদে যে সাহস জুগিয়ে
করেছো আমায় ঋণী।
পুরুষ
তোমার দেখতে চাই না মুখ
আমার সাফল্যে এখনো
যাদের হিংসায় জ্বলে বুক।
পুরুষ
তোমায় ভীষণ ঘৃণা করি
নিশীথে যারা অকারণে
মেসেঞ্জারে করছো ঘুরাঘুরি।
পুরুষ
তোমায় করছি প্রত্যাখান
নানান ছুতোয় কাছে পেতে
যে দেখাও প্রলোভন।
পুরুষ
তোমায় আজও পাশে চাই
শ্রদ্ধায় আর সম্মানে
যে হৃদয়ে দিয়েছো ঠাঁই।