সুখের চাকা উলটো পথে রথের মতো চলার নামই অসুখ।
বেদনার নীল গহ্বরে ডোবার নামই অসুখ
যাতনার অন্ধ চরে হোঁচট খাওয়ার নামই অসুখ
দুঃখ মইয়ে এক পা রেখে বাতাস ছুঁয়ে দেখার নামই অসুখ
কষ্ট নিয়ে সাঁকোর মতো এপার থেকে ওপার যাওয়ার নামই অসুখ।
যাতনার উটের পিঠে মরুভূমি অতিক্রমের নামই অসুখ।
বেদনার অন্তর্ভেদী মর্মমূলে পরিভ্রমন,
অশ্রুপাতে জর্জরিত হওয়ার নামই অসুখ
অল্পজীবন মোমের মতো নিঃস্বার্থ পোড়ার নামই অসুখ
অন্ত্যমূলে সূতার মতো বাধ্য হয়ে পোড়ার নামই অসুখ।
নাটাই থেকে ছিন্ন হয়ে নীল আকাশে
ঢাউস ঘুড়ি ওড়ার নামই অসুখ।
অন্ধ বুড়ির লাঠির ভরে গলির মুখে
কাসার বাটির ঝনঝনানির নামই অসুখ।
হাসপাতালের শক্ত বেডে প্রেয়সীহীন রাত কাটানোর নামই অসুখ।
ইনস্যুলেনের সূচের আগা নরম পেটে আলতো ঢোকার নামই অসুখ।
মাথার কাছে পাথর মাথার এক্কা দোক্কা খেলাই অসুখ।
স্পর্শহীন কন্যাদ্বয়ের ঠান্ডা হাতের শুন্যতার নামই অসুখ।
হরতালের মাতাল চাবি কে ঘোরাচ্ছে, এসব নিয়ে ভাবাই অসুখ।
আগুন দিয়ে কে পোড়াচ্ছে লোহা ও মানুষ, এসব নিয়ে ক্রিয়া কান্ড করার নামই অসুখ।
অসুখ নিয়ে মাতাল পাখার বেপরোয়া দিক্বিদিক ঘোরাই জীবন
আশার ঘরে প্রদীপ নিয়ে ঠুনকো আলোয় আয়না দেখার নামই জীবন
অসুখ নিয়ে তছবিহ টিপে এঘর থেকে ওঘরে যাওয়ার নামই জীবন
এই যে তুমি বসে আছো, তোমার সাথে প্রবঞ্চনার পাশা খেলার নামই জীবন
এক আধটু চোখের আড়াল হলে,
সাত সমুদ্রের রূপের পায়ে পুঁজো দেয়ার নামই জীবন।
সুখ বলো আর দুঃখ বলো এটাই আমার মোহবন্দী একলা জীবন।