তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী, গাজীপুরে সাহিত্য ফোরামের উদ্যোগে নবীন লেখকদের নিয়ে আয়োজিত লেখক কর্মশালায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী লেখক, নিয়মিত লেখালেখিতে অবদান রাখা,সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাহিত্য ফোরামের পরিচালক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের অন্যতম উপদেষ্টা হাফেজ সাজ্জাদ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ’র (টাকসু) জিএস আব্দুল্লাহ আল মিনহাজ, প্রধান আলোচক ছিলেন মাদরাসার বাংলা প্রভাষক রবিউল ইসলাম, বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের সাহিত্য সম্পাদক মইনুল ইসলাম।
সাজ্জাদ হোসাইন বলেন আমাদের তরুণ প্রজন্মকে সুন্দর সাহিত্য উপহার দিতে হবে। অর্থহীন সাহিত্য দিয়ে জাতির কোন উপকার হয় না। সেদিকে লক্ষ্য রেখে সাহিত্য নির্মাণ করতে হবে। প্রধান আলোচক রবিউল ইসলাম বলেন, সাহিত্যিকদের হতে হবে আদর্শবান। উদ্ভট চিন্তা পরিহার করে সাহিত্য সাধনায় তরুণদের এগিয়ে আসার আহবান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, আধুনিক জাহেলিয়াত মোকাবিলায় তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। তরুণরা সুন্দর সাহিত্য উপহার দিলে জাতি উপকৃত হবে। বিশেষ আলোচক মইনুল ইসলাম বলেন কেন্দ্রীয় ছাত্রসংসদ ছাত্রদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদের কে লেখালেখিতে উদ্বুদ্ধ করতে এ লেখক কর্মশালার আয়োজন। পুরস্কার প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি জানায় আব্দুল্লাহ আল মারুফ, মুজাদ্দিদ হক জোয়ারদার, জাহিদ হাসান, তাওহীদুল ইসলাম, আ.স.ম খালিদ সাইফুল্লাহ প্রমুখ।