মোঃ ইলিয়াছ আহমেদ
মনের মাধুরী মিশিয়ে আমার ভালোবাসার সাত
রঙের আবীরে সোনালী আভায় রাঙিয়ে দিবো
তোমাকে। নিঝুম দ্বীপের উদাস দুপুরে কোকিলের
সুরের মূর্ছনায় তোমাকে গান শুনাব, শিশির ভেজা
স্নিগ্ধ ভোরের হাসনাহেনা ফুলের সৌরভে শহরের
বায়ু বিশুদ্ধ করে দিবো। দীঘির জলে শাপলা শালুক
আর পদ্মা ফুলে ভরে দিবো, দিনের প্রান্তে শহরের
ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করে দিবো সবুজ বাতি
জ্বালিয়ে, রাতের বেলায় ল্যামপুষ্টের লাইট গুলো
জ্বেলে দিবো পুরো শহরে। নীশিথে ঘুম ভাঙলে
তোমাকে যেনো এক নজর দেখতে পাই। তার
বিনিময়ে তোমার কাছে কিছু চাই না,
শুধু তোমার হৃদয়ের গভীরের ভালোবাসার
গল্পের শহরে একটু আশ্রয় চাই।