আমি যখন ভাঙতে চাইলাম”
তোমরা আমার মেরুদণ্ডে ঠুকে দিলে অর্ধশত পেরেক”
আমি যখন বাকরুদ্ধ হতে চাইলাম”
আমার আত্ম-চিৎকারের ধ্বনিতে প্রতিধ্বনিত হলো
পৃথিবীর মহাজাগতিক দেয়াল।
না, না তাতেও তোমরা ক্ষান্ত হওনি…….
অতঃপর তোমরা হিংস্র পশুর ন্যায়
উদ্দাম নৃত্য করলে আমার বোধ এর উপর……
আমি তখনও অন্তঃসারশূন্য, ভগ্ন মস্তিষ্কে শুনেছি
তোমাদের অশোভনীয় নষ্ট প্রলাপ।।
আমার অস্তিত্বের সংকটে,
আজ আমি নিস্পৃহ….
আমার ন্যায় নীতি আত্মমর্যাদার কাছে
আজ আমি উদ্ধৃত……
আমাকে মুক্তি দাও, আমি আত্মমুক্তি চাই”
আমি যখন মুক্তি চাইলাম,
তোমরা আমাকে জীবন দিলে.….
যে জীবনের ব্যর্থ আস্ফালনে আজ আমি নিতান্তই তুচ্ছ….
অতঃপর আমি যখন মানুষ হতে চাইলাম”
তোমরা আমার হৃৎপিণ্ডে খোদাই করে দিলে
সঞ্চিত ঘৃণা, অবজ্ঞা, আর অবহেলা।