হে সমাজ তোমারা মানুষকে এতো ছোট করোনা,
হে ব্যাক্তি মানুষ তুমিও আমাকে ছোট করোনা,
হে উঁচুতলার সমাজ তোমরা শুনতে পাচ্ছো কি?
হে মানব জাতি তোমরা আমাকে চোর বলোনা
তুই তোখারি করে আর অপমান করোনা!
আমি তোমাদের সমাজের এখন আর কেউ না!
আমিও সমাজে তোমাদেই মতো মানুষ ছিলাম!
তোমরা আমায়, অন্যের দায় চাপিয়ে দিয়েছো
জীবনের প্রয়োজনে করি কাজ ছোট,তাতেকি?
মা-বাবা’র দায়িত্ব কখনো ভাইয়েরা নেয়নি তো
আমার বাবা-মা না খেয়ে করেছে দিনাতিপাত
এত ছোট বয়সে মাথায় তুলে নিয়েছি দায়িত্ব।
হে -সমাজ তা কখনো দেখোনা তো, তোমরা!
আজ আমার বিচারের দায়ভার বুঝি সমাজের!
চুরির দায় চাপিয়ে দিয়েছো, চুরি তো করিনি!
নিরীহ গরীব গোবেচারা আমি,মূলধন ছিল সততা
তোমাদের বিচারে হলো আমার গণধোলাই, মৃত্যু!
তোমরাও পাবে শাস্তির স্বাদ,সৃষ্টিকর্তার বিচারে!
সেই অপেক্ষায় আমি____