কলেজ থেকে ফিরছি বাসে, ভিড়ের গন্ধ মেখে
তাকাওনি একবারও, দন্ডায়মান ভবঘুরের দিকে
ঘর্মাক্ত মুখে আমি রঙধনুময় সংসার দেখি
সারথি হতে চাই, দগ্ধ দিনের সমস্ত পারিশ্রমিকে।
শুধু একবার দাঁড়াও অপেক্ষার বাসস্ট্যান্ডে
চোখে চোখ রেখে খুলে দাও হৃদয় জানালা
নেমে আসুক আকাশ, চলুক বাতাসের গোঙানি
গন্তব্যহীন বাসে ওঠো না, দিও না মনে তালা।
নির্মাণ করেছি পাঁজরে, প্রেমের পাঠাগার
যত কথা আছে জমা, সব কথা হয়নি লেখা
বইয়ের পাতায় শুধু জোনাকহীন অন্ধকার
গান, কবিতা, গল্প উপন্যাসে শুধু হৃদয় রেখা।
হয় হোক কারাবাস, তবু হোক হৃদয়ে বসবাস
আমাদের অনিশ্চিত বাসযাত্রার হোক অবসান
দীর্ঘশ্বাসে মেখে দেব ভালোবাসার নোনা নির্যাস
পথের বাঁকে বাঁকে থাকুক তোমার তীব্র ঘ্রাণ।