দুগ্ধ কলায় পুষেছিলাম একটি টিয়ে পাখি,
সুযোগ বুঝে সেই আমাকে দিয়ে গেল ফাঁকি।
হৃদয় খাঁচায় একদিন আমি ঠাঁই দিয়েছি যাকে,
ভাগ্য দোষে আজকে আমি হারিয়েছি তাকে।
সকাল সন্ধ্যায় পাখিটাকে খেতে দিতাম খানা,
সুযোগ পেলে উড়ে যাবে ছিল না তা জানা।
মনের কথা খুলে বলতাম পোষা পাখির সনে,
বুঝিনি তো সুযোগ পেলে উড়ে যাবে বনে।
শূন্য খাচা পড়ে আছে ভিতরে নাই পাখি,
দুগ্ধ কলা খাবার দিয়ে আমি তাকে ডাকি।
পাগলপারা আঁখি দুটি তারই আশায় থাকে,
জানিনা সে আমায় ফেলে ধরা দিল কাকে?
পাখির শোকে এখন আমি ভাসি নয়ন নীরে,
আশায় থাকি যদি পাখি আবার আসে ফিরে।।