দেখো, একদিন তোমার শহরে প্রচন্ড ঘূর্ণিঝড় বা সাইক্লোন হবে। তছনছ হয়ে যাবে বিদ্যুতের খুঁটি,
বিচ্ছিন্ন হয়ে যাবে তোমার শহরের প্রতিটি বিদ্যুৎ সংযোগ। পুরো শহরটি অন্ধকারে ঢেকে যাবে,
তখন আমি জোনাক পোকা হয়ে মৃদু মৃদু হলুদ
আলো জ্বেলে রবো তোমার শহরের বসত ভিটায়।
কারণ আলো জ্বেলে রবো শুধু তোমার মায়াবী
বদন খানি এক নজর দেখার জন্য।
সাইক্লোনের তীব্র হাওয়ায় উড়িয়ে নেবে তোমার
প্রণয় মাখা মোহের নীল শাড়ির আঁচল খানি।
আমি আচ্ছাদন হয়ে রবো তোমার মায়া-বতী
কোমল অঙ্গে প্রীতি দিয়ে জড়িয়ে থাকবো। কারণ
তোমার রেশমি চুলের গন্ধ শুঁকে প্রণয়ের সুবাসে
চির সবুজ সতেজ হবে আমার জীবন।