নৌকাহীন বিপ্রতীপ ছিলে তুমি, তাই নোনা
সমুদ্র ভেঙেছে চোখের জলে,
ভেঙে গেছে বারবার মাস্তুল সেতারের সূক্ষ্ম
তার ছিন্ন করেছে আঙুল,
প্রতিবার লাগে কেনো দাঁড়িপাল্লা, ভালোবাসা
মাপতে আলতো ছোঁয়ায়!
এখন মেপে নিতে পারি ভালোবাসার উষ্ণতা,
অন্তরের সূক্ষ্ম দাঁড়িপাল্লায়।
থাক না কিছুটা ঝুঁকে পাল্লা, ফেলে এলাম না হয় রেখে বিপন্ন স্তব্ধতা,
ক্লান্তিতে পড়ে থাক অতীতের রূপময়তা
অরূপ নিবিড় আলিঙ্গনে।
মায়াবী রাতের স্বপ্নে সঞ্জীবিত সুখস্পর্শে,
গতিময় ছলাৎ ছলাৎ শব্দ,
অকৃত্রিম খুঁজে পাওয়া তাকে কয়েক পলক, সেই আজন্মের খোঁজা!
বদলে যাওয়া রৌদ্রের স্বরলিপি, আশাবরী
রাগের মতো আরোহণে,
গান্ধার নিষাদে স্বর ছুঁয়ে দেব কোনো একদিন,
দিগন্তকে সামনে রেখে,
মরণের উচ্ছ্বসিত সাধ রাস উৎসবের মতো,
পুষে রাখি বুকে বারোমাস!
জীবন বোধ শোণিত শিরায় হৃদয় স্পন্দনে
অনুভবে, রচনা কোরো না।
মনের নিভৃতে আকাঙ্ক্ষার মন্দিরে, অন্য এক
বাসর সাজিয়ো
সাপলুডো খেলা চলুক বিছানা-বালিশ জুড়ে,
লুকিয়ে সুতীব্র অভিমান
চোখের তারায় মায়াবি নিয়ন আলো অবিলতা
হাহাকারে ঢেকে দিতে পারি!
ঝিলিক হাসির আড়ালে
লুকিয়ে চোখের জল,
বলতেই পারি ভালো আছি।