ডিসেম্বর আমাকে শোনাও
দেশজুড়ে চলছে ঐক্যবদ্ধ শ্লোগান
গাইছে সবাই গনতন্ত্র মুক্তির গান।
ডিসেম্বর আমাকে শোনাও
দ্বিধাদ্বন্দ্ব সব মরীচিকা, হয়েছে তার অবসান
প্রেরণায় একাত্তর-বায়ান্ন এখনো অম্লান।
ডিসেম্বর আমাকে শোনাও
রক্তাক্ত নয় রাজপথ, ফুটেছে অজস্র ফুল
জনমতের সূর্যোদয়ে ভেঙেছে রক্তাক্ত ভুল।
ডিসেম্বর আমাকে শোনাও
আমরা দুর্জয়! বিনয়ের মাঝেই বিজয়
হয়েছে বোধোদয়, নেই কোনো প্রলয়।
ডিসেম্বর আমাকে শোনাও
আমার আমিকে করব না কখনো বিপণন
হতে দেব না কাউকে কোনদিন পদস্খলন।
ডিসেম্বর আমাকে শোনাও
নজরুল এসেছে ফিরে দেশপ্রেমিকের বেশে
বাংলাদেশ নিয়ে সুকান্ত আসছে হেসে হেসে।
ডিসেম্বর আমাকে শোনাও
মুক্তচিন্তায় দেশ এখন আগে বাড়ে
বিদেশি প্রভু! দূর থেকে লেজ নাড়ে।
ডিসেম্বর আমাকে শোনাও
আমার লালসবুজ পতাকা আমার সম্মান
দেশ গড়তে দরকার সবার সমান অবদান।
ডিসেম্বর আমাকে শোনাও
কেটেছে ক্রান্তিকাল, চলছে বিজয় উল্লাস
এমন বার্তা শোনাতে পারে শুধু বিজয়ের মাস।