আবুল কালাম আজাদঃ লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা বাজলেই নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় সমতট এক্সপ্রেস। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র গার্ডের অনুপস্থিতির কারণে ট্রেনটি একঘন্টা বিলম্বে অন্য গার্ড নিয়ে যাত্রা শুরু করে। দায়িত্বে অবহেলার কারণে রেলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেন। লাকসাম রেলওয়ে জংশন ও যাত্রীদের সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যায় ৬টা লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশ্যে সমতট এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। মঙ্গলবার যথাসময়ে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু উক্ত ট্রেনে দায়িত্বরত গার্ড কিশোর দাস কর্তৃপক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়া অনুপস্থিত থাকে। বারবার তার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে অন্য গার্ড ওমর ফারুককে দিয়ে একঘন্টা বিলম্বে ট্রেনটি যাত্রা করা হয়। এতে ট্রেনে অবস্থানরত যাত্রীদের দূর্ভোগে পড়তে দেখা যায়। যথাসময়ে তারা গন্তব্যে পৌঁছতে না পারার আশঙ্কায় অনেকেই বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে রওয়ানা দেয়। এ বিষয়ে লাকসাম জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সমতট এক্সপ্রেস ট্রেনের গার্ড কিশোর দাস কোন প্রকার যোগাযোগ ছাড়া অনুপস্থিত থাকে। কি কারণে সে অনুপস্থিত ছিল তা আমাদের জানা নেই। আমি বিষয়টি আমাদের বিভাগীয় কর্মকর্তাদের অবগত করলে, রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেন। পরে গার্ড ওমর ফারুককে দিয়ে একঘন্টা বিলম্বে ট্রেনটি যাত্রা শুরু করে।