সম্পর্ক গুলো নরম সূতো
একটু লাগলে টান
পরক্ষণেই ছিন্ন ভিন্ন
টুকরো খান খান।
মিছে মায়ায় ঘর বাঁধিয়া
রইলাম পরে ভবে
ভাই বন্ধু আত্মীয় স্বজন
ভাবলাম আপন সবে।
পুত্র কন্যা বুকের ধন
কতো যতন করলাম
আসল কথা কেউ কারো নয়
স্বার্থের ধরাধাম।
মিছে মায়ায় মনটা তবুও
অশান্ত অবুঝ
কতো ক্ষত বুকের ভিতর
কেউ কি রাখে খুঁজ।