ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় দামের উত্তাপ ছড়িয়েছে দেশের বাজারে। ইতোমধ্যেই ঢাকায় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে মসলাজাতীয় পণ্যটি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে। বাজারভেদে এই দাম একেক জায়গায় একেক রকম। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্যই মিলেছে।
হাতিরপুল বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে। তবে দু’একটি দোকানে বিক্রি হচ্ছে ২১০ টাকা দরেও। সেখানেই ভিড় করছেন ক্রেতারা। এছাড়াও বিভিন্ন মুদি দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিতে।
অন্যদিকে, ধোলাইপাড় বাজার ঘুরে দেখা গেছে, এখানে ২২০-২৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। অবশ্য, দোকানভেদে দামের তারতম্য রয়েছে এই বাজারে।
যাত্রাবাড়ী আড়তের পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করার খবরে সাপ্লাই কমে গেছে। এখন সাপ্লাই কমলে বাজারে তো দাম বাড়বেই। আমরা আড়তে ২২০ টাকা দরে বিক্রি করছি। যা মনে হচ্ছে, দাম আরও বাড়বে।
এদিকে, শনিবার (৯ ডিসেম্বর) অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় সারাদেশে অভিযান চালিয়ে ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ৫৭টি টিম পৃথক এ অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সবমিলিয়ে সারাদেশে ৫৭টি টিম বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করে। ভোক্তার অধিকার রক্ষায় এ কার্যক্রম রোববারও (১০ ডিসেম্বর) অব্যাহত থাকবে।