স্বাধীনতা, আমি তোমার অপরাধী
আমায় ফাঁসির মঞ্চে নিয়ে যাও”
আজ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম
সেখানে, লুন্ঠিত হলো মানবতা
লুন্ঠিত হলো গনতন্ত্র……
লুন্ঠিত হলো সভ্যতা……
আমি তোমায় রক্ষা করতে পারিনি
স্বাধীনতা, আমি তোমার অপরাধী
আমায় ফাঁসির মঞ্চে নিয়ে যাও”
ওরা কয়েক জন”
কেড়ে নিলো কয়েকশ’ বছরের ইতিহাস
কেড়ে নিলো আমার মায়ের অধিকার
কেড়ে নিলো আমার বোনের সম্ভ্রম
আমি প্রতিবাদ করতে পারিনি
স্বাধীনতা, আমি তোমার অপরাধী
আমায় ফাঁসির মঞ্চে নিয়ে যাও”
বিজয় মশাল জ্বেলে…..
ওরা যখন উল্লাসে মেতেছিল…..
অট্টহাসিতে কলঙ্কিত করেছিল এ ধরণী!
আমি নিশ্চুপ ছিলাম……
স্বাধীনতা, আমি তোমার অপরাধী
আমায় ফাঁসির মঞ্চে নিয়ে যাও।