কবি মুক্তা পারভীন এর কবিতা – সেই সন্ধ্যায় বাড়ি ফেরা
কলেজের করিডোরে দাঁড়িয়ে যখন
শরতের মেঘ দেখছি
অন্তরে বইছে বৈশাখের ঝড়।
অনেক আগেই ক্লাস শেষ
অপেক্ষায় আছি শিউলীর।
কমনরুম থেকে ভেসে আসছে
তোমার গান,,,
ভালো বেসে সখী———-
মনের ক্যানভাসে ভাসছে
সেই বিকেলের হঠাৎ আঁকা ছবি টা।
রাস্তার পাশ দিয়ে আনমনে হাঁটছি
ব্রেক কষার বিকট শব্দে
যখন সম্বিত ফিরে পাই,
নিজেকে আবিষ্কার করি
ঠিক তোমার বুকের মধ্যিখানে।
আষ্টে পিষ্টে লেপ্টে আছি
তোমার গায়ে —-।
তোমার শ্বাস প্রশ্বাসের শব্দের ঘনত্ব
বেড়ে গেছে —–
তোমার উষ্ণ স্পর্শ জুড়ে আছে আমার মন মগজে।
কি যে অনাবিল মুগ্ধতা নিয়ে
বাড়ি ফিরে ছিলাম —
সেই সন্ধ্যায়—–।
একটা হাত আমার কাঁধ স্পর্শ করতে ই
পিছন ফিরে দেখি
শিউলি ডাকছে —-
কি রে বাড়ি যাবি না—- প্রেমা?
রচনা কালঃ ১০/১২/২০২০ ভোর ৬’০০টা