আমি ভুলে গেছি কবিতার খেই
বাস্তবতার সম্মুখীন হয়েছি যেই।
আজ আর পাশে নেই পরম বন্ধু জন
এক কথায় দিয়ে ছিলো যারা মন।
একাই লড়ছি এই ভাগ্যের সনে
শুধু তারেই ডাকি আজ আপন মনে।
এখণ আর কল্পনায় ফুটেনা ফুল
মধুময় পথচলা ছিলো কি ভুল!
জীবন গুছাতে যখন আমি ব্যতিব্যস্ত
স্বর্গীয় দায়িত্ব হলো আমার উপর ন্যস্ত।
বিপদকালে মানুষ আকৃতি করে পরিহাস
হয়তো একদিন লিখবো সেই ইতিহাস।
সৃষ্টিকর্তার রূপে যারা আমায় করিল পার
তাদের আসন থাকবে অন্তরে আমার।
৯/১২/২৩
সময়ঃ২:১৫ দুপুর