কবি শামীমা আক্তার এর কবিতা- সেই তো তুই এলি বিজয়!
সে-ই তো তুই এলি-
গঙ্গা গঙ্গা রক্তের ঢেউ খেলে
পল্লী বালার রাঙা পায় ঘুঙুর নাচিয়ে।
সন্তান হারা মায়ের অক্ষি জলে সাঁতার খেলে
পরাধীনতার শৃঙ্খল ভেঙে সে-ই তো এলি?
সম্ভ্রম হারা এক বীরাঙ্গনার আঁচল ধরে
আমার বোনটির রক্ত রাঙানো সিঁথির সিঁদুর মুছে।
তোর পরিভ্রমনরত রথ বড্ড হৃদয় বিদারক বিজয়-
কাক শকুনের নিংড়িত নির্বাক লাশের সেতু পেরিয়ে,
মাস নয় পর তুই এসেছিস ঝাঁক শালিকের ডানায় চড়ে।
পাক পৈশাচিক পেক্ষাপটে বিজয় তুই এসেছিস!
বাবা মা’র লাশের উপর দুগ্ধ শিশুর হামাগুড়ি,
খেয়ে খোদার আরশ কাঁপানো দৃশ্যপটে।
সিংহ পুরুষ অবয়বে পাক পাপিষ্ঠ
মার্জিন ক্রস দুর্বৃত্তদের হাতে হারিকেন
ধরিয়ে লাল সবুজের এক টুকরো
কাপরে স্বাধীন ভূখন্ডে বাংলার
মানচিত্র সুপ্রতিষ্ঠ করে বিজয়
তুই এলি ষোলই ডিসেম্বর।