বিজয় এনেছি স্বাধীন করেছি আমার দেশের ভূমি,
মায়ের বদনে দেখেছি নয়নে স্বাধীন স্মৃতির চুমি।
সকলে লড়িব দেশটা গড়িব মায়ের ভাষার টানে,
বিভেদ দূরেতে মিলন সুরেতে দেশের প্রণয় তানে।
বাজিল বিষাণ উড়ছে নিশান মুখেতে ফুটেছে হাসি,
নিঝুম টুপুরে উদাস দুপুরে রাখাল বাজায় বাঁশি।
দামাল ছেলেরা গাঁয়ের জেলেরা স্বাধীন করছে দেশ,
মায়ের বেদনে বিজয় কেতনে আছি তো আমরা বেশ।
পাকের শাসন জুলুম ত্রাসন সাহস দিয়েছে প্রাণে,
যাতনা বহিয়া নিরবে সহিয়া লড়েছি দেশের শানে।