শহর থেকে যেদিন বাড়ি ফিরবে
ঠায় দাঁড়িয়ে থেকেছি হিজল গাছটির নিচে
কখন চেহারাটা অদৃশ্য হতে
দৃশ্যমান হবে, তোমায় দেখবো আমি।
সেই অপেক্ষায় আছি আজো
কিন্তু বদলে গেছে তোমার পথ।
মাঝে মাঝে ইচ্ছে করে নিজ হাতে
তোমার ওপেন হার্ট সার্জারী করি
বের করে নিয়ে আসি তোমার
হার্ট, কলিজা, হৃৎপিণ্ড
সব সব সবকিছু।
কোথায় লুকিয়ে আছে শুধু আমার জন্য
এতো অবহেলা, এতো অনাদর
এতো অবজ্ঞা, এতো এতো ঘৃণা?
খুঁজে খুঁজে একে একে বের করি
তোমার চোখ দুটো আজ কতোটা অন্ধ?
যা আমায় দেখে ও দেখেনা
কান দুটো কতোটা বধির?
আমার হৃদয়ের কান্নার শব্দ
এখন আর শুনতে পায় না।
তোমার নাসিকা আজ কতোটা বন্ধ
আমার উড়ন্ত চুলের ঘ্রাণ
সেখানে পৌঁছাতে পারে না
মাঝে মাঝে ইচ্ছে করে নিজ হাতে
তোমার ওপেন হার্ট সার্জারী করি।
তারিখ : ০৩/১২/২০২১
সময় ঃ রাত ৯’৪০ মিনিট