আমার বাব শহিদ বুদ্ধিজীবী এ বি এম আব্দুর রহিমসহ সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
কবিতা বরাবরই দেশপ্রেমে আসক্ত
এবিএম সোহেল রশিদ
সময়টা একাত্তরের, ইতিহাসটা বিজয়ের
মুক্তচিন্তার রক্তগুলো,ছিল সাহসী মানুষের।
মুখ ছিল না বন্ধ, যতই থাকুক বারুদের গন্ধ
হায়েনারা তাই কলম, করতে চাইল অবরুদ্ধ
কবিতা ছিল তখন রক্তাক্ত।
বলে ছিল বর্ণমালা, উড়াবো বিজয় পতাকা
বলে ছিল দিগন্ত, জ্বালাব ক্ষোভের শলাকা
নজরুল রবীন্দ্রনাথ দিয়েছিল প্রেরণা
ওঠে ছিল মুক্ত প্রাণে, বিজয়ের প্রসব যন্ত্রণা
কবিতা ছিল তখন অশ্রুযুক্ত।
কবিতার উচ্চারণে, দেশমাটির আহ্বান
মায়ের বুকে কষ্টঘ্রাণ,কবে ফিরবে তার সন্তান
এই শহরের দালাল, ফেলল ষড়যন্ত্রের জাল
যে চিন্তায় দেশ উত্তাল, সেই রক্তে মেটালো ঝাল
কবিতা বরাবরই দেশপ্রেমে আসক্ত।
এই কবিতা স্মরণের, মুক্তচিন্তা মানুষের
অকুতোভয় শহিদের, বুদ্ধিজীবীদের রক্তের
যারা নিঃশর্তে করে গেছে প্রাণ দান
তাদের রক্তে ছিল স্বাধীনতার গান
কবিতা সেদিনও থাকেনি অব্যক্ত।