জানি আজ তুমি আমাকে দেখলে ঘৃনা করো
তবুও তোমাকে ভালোবেসে যাবো।
তোমার ঘৃনাই আমার জন্য ভালোবাসা
জানি তোমাকে আমি অবশ্যই পাবো।
তুমি যদিও আমাকে ঘৃনা করো
এটা তোমার মনের কথা নয়,
হৃদয়ের সব টুকু ভালোবাসা উজার করে দেবো তোমায়
শুধু তোমাকেই আমার চাই।
তোমার ঘৃনাই বলে দিয়েছে,তুমি আমাকেই ভালোবাসো
তবে কেনো তুমি নিজেকে পুড়িয়ে মারছো
প্রচন্ড দু:খে ক্ষোভে নিজেকে ধ্বংশ করছো।
এত অভিমান কেন প্রিয়া
পারবে কি নিজেকে আড়াল করতে
নিরবে দুচোখর অশ্রু ঝরায়ে
আর কত নিরবে নিরবে কাঁদবে।
ভালোবেশে একদিন বলেছিলে তুমি
যত কষ্টই হোক দুজনে ভাগাভাগি করে নিবে,
তবে আজ কেন অভিমান করে সব নিজের করে নিলে।
অভিমান যতই করো তুমি,দু:খ যতই দিবে তুমি
তবুও তোমার ভালোবাসা নিয়ে
এ ভুবন থেকে হারিয়ে যাবো।
তারিখ:-২৪.০৫.২০১৯ ইং