কবি রোকসানা সিদ্দিক এর কবিতা- ফেরেনি বাবা ঘরে’
পাক-হানাদার পালিয়ে গেছে স্বাধীন হয়েছে দেশ,
অপেক্ষাটার প্রহর গোনা হয়নি মায়ের শেষ।
দেয়ালে টাঙানো ছবি ধরে মা’ আজও খুব করে কাঁদে,
নকশীকাঁথায় বাবার স্মৃতিটা রঙিন সুতোয় বাঁধে।
জন্মের আগে যুদ্ধে গেছে দেখিনি বাবাকে কভু,
অচেনা সেই বাবার কবরে আলো জ্বেলে দিও প্রভু।
যুদ্ধ দেখিনি; শুনেছি, দাদীর কান্না জড়িত মুখে,
বিভীষিকাময় সেসব শুনে হৃদয় ভেঙেছে দুখে।
গর্জে উঠেছি, রক্ত ফুটেছে তবুও নিয়েছি মেনে
রক্ত ঢেলে আমার বাবা বিজয় দিয়েছে এনে।
কাঁদতে দেখেছি দুখিনী মা’কে কেঁদেছেন দাদা-দাদী
ডিসেম্বরে মুখ লুকিয়ে আমিও ভীষণ কাঁদি।
বিজয় এলেই চোখের কোণে অবাধ অশ্রু ঝরে
সবাই ফিরেছে, ফেরেনি কেবল আমার বাবা ঘরে।