রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয় দিবসের র্যালিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলা ও গ্রেফতারের অভিযোগ তুলে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও দাবি জানান।
বিবৃতিতে মহানগরী নেতারা বলেন, ‘মহান স্বাধীনতা ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু বর্তমান সরকার জাতির এই মহান অর্জনকে পুরোপুরি দলীয়করণ করে ফেলেছে। সেই সঙ্কীর্ণ দলীয় মনোবৃত্তি ও রাজনৈতিক জিঘাংসা থেকেই আজ মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয় র্যালিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে মামলা চালিয়ে ১০ জনকে আহত ও ১১ জনকে গ্রেফতার করে। সকার প্রমাণ করেছে যে তারা গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, আইন ও সাংবিধানিক শাসনবিরোধী ফ্যাসীবাদী অপশক্তি। আর এই নগ্ন হামলা ও গ্রেফতারের মাধ্যমে সরকারের স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক ও বিভৎস চেহারা জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে।’
তারা বলেন, ‘স্বাধীকার কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সম্পদ নয় বরং ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ, আদর্শ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের কাছেই কাঙ্ক্ষিত ও সম্মানের। কিন্তু বর্তমান সরকার দেশ ও জাতির সকল অর্জনকে নিজেদের তালুক-সম্পতি বানিয়ে ফেলেছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।’