জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে তাকে এক হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান জিডি করেন।
জিডির বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।
জিডিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে তাকেসহ তার পরিবার ও আত্মীয়স্বজনদের হত্যার হুমকি দিয়েছে। হত্যার হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার চেষ্টা থেকে জিএম কাদেরকে বিরত থাকতে বলেছে।
জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান।