1. admin@mannanpresstv.com : admin :
‘নির্বাচনের মাধ্যমে জাতির সাথে তামাশা করছে সরকার’ - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

‘নির্বাচনের মাধ্যমে জাতির সাথে তামাশা করছে সরকার’

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, স্বাধীনতার মূল যে চেতনা ছিল বর্তমান আওয়ামী লীগ সরকার তা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে দেশের শিক্ষা, নৈতিকতা, গণতন্ত্র, ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা, বাক-স্বাধীনতা, সুশাসন সব ধ্বংস করে দিয়েছে। ১৬ ডিসেম্বর যে বিজয় দিবস উদযাপন হচ্ছে, বিজয়ের এই দিনে আওয়ামী দুঃশাসনের কারণে মানুষের মুখে হাসি নেই, বিজয়ের উৎসবে প্রাণ নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়নে বিরোধী দলের নেতা-কর্মীরা আজ ঘর ছাড়া। দেশের জনগণের ৮০ ভাগ ভোটের প্রতিনিধিত্ব করে যেসকল দল তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রেখে একতরফা নির্বাচন করা জাতির সাথে বিশ্বাসঘাতকতা ও প্রহসনের শামিল।

তিনি বলেন, দেশের সত্যিকার বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার নিয়ন্ত্রণে কোনো নির্বাচনে যাবে না বলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে এটা দিবালোকের মতো পরিস্কার যে, ২০১৪ সাল এবং ২০১৮ সালে রাতের ভোটে যারা নির্বাচিত হয়েছে, তারা ক্ষমতাকে কুক্ষিগত রাখতে আর কোনো সময়েই সুষ্ঠু নির্বাচন দিবে না। সুতরাং আগামী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিহত করা পুরো দেশবাসীর নৈতিক দায়িত্ব। এজন্য দেশপ্রেমিক শক্তিকে সম্মিলিতভাবে ভূমিকা পালন করতে হবে। এদেশের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সমস্ত ল’ইনফোর্স সংস্থাগুলোর কাছে আহ্বান জানাই, আপনারা এদেশেরই সন্তান, এদেশকে আপনারাও ভালোবাসেন। সুতরাং দেশের স্বার্থ বিরোধী এই নির্বাচনী অপতৎপরতা থেকে নিজেদের বিরত রেখে জনগণের অধিকার সংরক্ষণে ভূমিকা পালন করুন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ১৬ ডিসেম্বর, শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সিলেট জেলা উত্তর আমির হাফেজ আনোয়ার হোসেইন খানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো: ফখরুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD