কবি অধরা আলো এর কবিতা- প্রণয়ের দ্বার
প্রণয়ের দ্বার উন্মোচিত করে
তুমি এলে আপনার চেয়েও আপন হয়ে।
খুলে দিলে ভালোবাসার বন্ধ দুয়ার
মায়ায় বেঁধে দিলে হৃদয়ের নীড়।
মন ছুটে চললো প্রজাপ্রতির মত
ডানা মেলে আকাশ নীলে স্বপ্নেরা ছড়ালো!
ধীরে ধীরে কতটা নিলে নিজের করে
ভাবতে শেখালে তুমিই আছো ছায়া হয়ে।
বিশ্বাসে নিঃশ্বাসে হাত ছুঁয়ে জড়ালে বুকে
প্রশান্তির ছোঁয়ায় অন্তর রাঙালে
তবুও তুমি আজ দূর–বহুদূর ভালোবাসি বলে
তবে কেনো এসেছিলে? ছেড়ে যাবে বলে?
ভুল না হয় ছিলো কিছু, বারংবার
তবুও তো হইনি ফেরারি রয়েছি কেবলি তোমার।
তুমি ডাকলে কি কভু হয়েছি পিছু?
ছুটছি মায়ার টানে তোমাতে মিশে থাকার।