বর আর ঘর এই যদি হয় নারীর স্বর্গ –
লাশ পড়ে আছে কেনো শতো- সংসার নামের মর্গে।
যুগের পর যুগ সতী নারী খুঁজে পতি
এই যদি হয় নিয়তির গতি
তবে কেনো কিছু নারী আজ সংসার বিবাগী
জবাব দাও হে প্রভু তুমি।
কি কারণে সাজালে সুন্দর ধরণী-
আদম হাওয়ায় মিলনে আসলো – পুরুষ ও নারী
প্রেমপ্রীতির বন্ধনে আটকা পড়লো স্বামী আর স্ত্রী।
মিলনে যদি হয় সংসারী
তবে কেনো বিরহে বিচ্ছেদ
জবাব দাও হে – সৃষ্টির স্রষ্টা।
এই সমাজে তারাই নষ্টা যারা খুঁজে পতির ঘরটা,
দিনশেষে তারাই শ্রেষ্ঠা-
ভেঙে চুরমার করছে শান্তির ঘরটা,
ক্লান্তির সঙ্গে তবুও আমি চাই- আমার বর আর ঘরটা।