1. admin@mannanpresstv.com : admin :
কবি প্রদীপ কুমার বিশ্বাস এর কবিতা- জ্বালাময় ইচ্ছায় জীবনের সাফল্য - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

কবি প্রদীপ কুমার বিশ্বাস এর কবিতা- জ্বালাময় ইচ্ছায় জীবনের সাফল্য

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

 কবি প্রদীপ কুমার বিশ্বাস এর কবিতা- জ্বালাময় ইচ্ছায় জীবনের সাফল্য

হে সাফল্য !
তুমি – লম্বা সড়কের সম্মানের বলবান সীমান্ত ,
জীবনের সাফল্যে মানেই জার্নি ,
কণ্টকাকীর্ণ পথে জ্বালাময় ইচ্ছার জ্বলন্ত সত্যের প্রকাশক তুমি ।
জীবন —
যাত্রা যেমনই হোক ,
হোক উত্তমে নিরসন শান্ত-প্রশান্ত পথের ঘুমন্ত ভ্রান্ত উন্মুক্ত ।
ওহে !
জীবন যাত্রী —
কিসের প্রতীক্ষায় ?
সাত লক্ষ ঘণ্টার ওপারে সুযোগের হাতছানি ,
সে তো উপহাস মাত্র , লাগেনা সে লগন কোন কাজে ।
কোনও কালে —
ছিলনাতো কারও হাতে – অনন্ত সময় ,
সড়ক অন্তরে অনন্ত উজানে চাহিদায় প্রতিনিয়ত —
লড়াই – লড়াই – লড়াই , লড়াই করে বাঁচতে চাই —
কিবা মূল্য বেঁচে থেকে ! পৃথিবীতে ভির জমাতে !
লড়াই যখন নিজের সাথে , জীবন তখন প্রতিষ্ঠাতে ।
একবার ভালোকরে —
হিসাবে দেখোনি ৮১ বছর কত ঘণ্টায় – কাকে বলে ?
শুধু অজুহাতের বোঝা বয়ে – বেলা বয়ে যায় —
বুড়ো হয়ে যাও অন্তিম ঘণ্টায় ,
এ জীবন তো নয় উপহাসের পাত্র , তুমি কি ব্রাত্য ?
জেনো —
একটি সাহসী সিদ্ধান্ত পৌঁছে দিতে পারে সাফল্যের তোরণ দ্বারে ,
সিদ্ধান্ত নিতে না পারাটাই জীবনের চূড়ান্ত ব্যর্থতা ।
পরাক্রমশালী হয়েও বিশ্বের মত সিদ্ধান্তহীন পুরুষের জীবনের —
অনন্ত ঘণ্টার কিবা মূল্য ।
সাফল্যের তরন্দ্বারে —
প্রতি দিবস অন্তর হারিয়ে যায় , স্মৃতি রচনায় পঁচিশ ঘণ্টায় ,
সাত লক্ষ ঘণ্টা নয়তো অনন্ত সময় !
জীবনোসময় বড্ড ছোট , জীবনোসড়ক বড্ড বড় ।
স্বল্প সময় দীর্ঘ পথ – ছুটেছে জীবন নিরন্তর ,
তারই মাঝে সাধ্য মতন – জীবন গুছায় যত সখ ।
না না না !
করোনা করুণা নিজের সাথে —
মূল্যহীনতায় সময় অপচয় !
ভাগ্যের চরণে নিজেকে পচিয়ে বলিদানে বিসর্জন !
লড়াই —
আবার থেমেও যায় ,
তবে থামতে জানতে হয় ।
জানার মাঝে বুদ্ধিমত্তার পরিচয় ,
গড়িছে জীবন যেই জন – সেই জন নিজ বিশ্বাসে আস্তিক ,
যিনি নিজেকে বিশ্বাস করেন না – তিনিই নাস্তিক ,
হাজার কথার উপসংহারে পৌঁছাতে হবে জীবন সড়কের শেষ প্রান্তর ।
ধীরে ধীরে শুরু —
বিলম্বিতলয় জ্বালাময় দৌড় আবার পুনর্বার ,
মনে হবে দৃষ্টির সীমানা ছাড়িয়ে সবাই ,
দূর হতে দূরান্তরে এগিয়ে ।
যখন বহীবে গতির ঝড় ক্রমাগত পুনর্বার
অন্য গতির সমস্ত মনে হবে দাঁড়িয়ে পথের ধারে স্থির ।
হায় রে !
বড়ই বিচিত্র জীবন সড়ক ,
প্রতি বাঁকে অন্তরে-অন্তরে ,
কখনও সোহাগ সমিরনে আপ্লুত ,
কখনও ক্রোধ চক্রে বিস্মিত ,
কখনও পাপাচারে লোভী লালাইত ,
কখনও মতিভ্রমে জীবনও মন বিভ্রান্ত ,
কখনও বিষাদে দুঃখিত ক্ষতবিক্ষত চিত্ত —
রক্ত ঝরায়ে দুই নয়নে অশ্রুসিক্ত অন্তরখানি ,
সমস্ত পরাস্ত করাটাই জীবনের সাফল্য ।
তা ভিন্ন জীবনের সাফল্য , বিধ্বস্ত জীবনের মিথ্যা প্রলাপ মাত্র ।
নারীর সাফল্য —
মাতৃত্বে ।
তার জন্য মায়ের মৃত্যুর ঝুঁকি, কেঁদেছেন একা,
অগ্নি সম দহনে ফেলেছেন চোখের জল ।
তুমি কি ফেলিছ ? ক’ফোটা চোখের জল ?
তুমি কি জেগেছ ? কত বিনিদ্র রজনী ?
তুমি কি থেকেছ ? কাজের ভিড়ে অনাহারে ?
সেখানে সাফল্য বিনা নয়ন জলে !!
জ্বলন্ত জ্বালাময়ী ইচ্ছার চাবুকে জীবনের সাফল্য —
(রচনাকাল ২৮/০৭/২০২৩)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD